মোজাম্মেল হক হাছান দাগনভূঞা (ফেনী) নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) এর পরশুরামকে হারিয়ে সেমিফাইনালে গেল দাগনভূঞা উপজেলা বালক-বালিকা দল। বৃহস্পতিবার দুপুরে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী ইফতেখারুল আলম এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার খেলায় পরশুরাম বনাম দাগনভূঞা প্রতিদ্বন্দ্বিতা করে। এতে দাগনভূঞা উপজেলা বালক-বালিকা উভয় দল জয়লাভ করে। এরমধ্যে দুপুর দেড়টায় বালিকাদের খেলা এবং দুপুর তিনটায় বালকদের খেলা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সেমিফাইনালে মুখোমুখি হবে দাগনভূঞা বনাম ছাগলনাইয়া।