
ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন।
জানা গেছে, ইউএনওর সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে ওসি এলএসডির (খাদ্যগোদাম) কর্মকর্তার মোবাইলে ফোনে কল করে নিজেকে জামালগঞ্জ ইউএনও পরিচয় দিয়ে অফিসিয়াল কাগজপত্রসহ কিছু তথ্য উদঘাটনের চেষ্টা করলে এতে চাওয়ার অসঙ্গতি ও এতে সন্দেহ হলে ওসি এলএসডি বিউটন চক্রবর্তী ইউএনওকে বিষয়টি অবগত করেন। পরে নাম্বারটি ক্লোন হয়েছে বুঝতে পেরে নিজের ভেরিফাই আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট করেন ইউএনও।
ইউএনও মুশফিকীন নূর জানান, উপজেলা খাদ্যগোদাম কর্মকর্তা ওসি এলএসডি বিউটন চক্রবর্তীর কাছে ইউএনও জামালগঞ্জ পরিচয় দিয়ে কিছু তালিকা চায়। এতে ইউএনও সাথে এ কাজের অসঙ্গতি হওয়ায় ওসি এলএসডি আমার সাথে যোগাযোগ করলে বুঝতে পারি যে আমার নম্বরটি ক্লোন করা হয়েছে। সাথে সাথে ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে সবাই সর্তক থাকেন সে বিষয়ে নিজের আইডি থেকে পোস্ট দেন তিনি।