
খন্দকার শহীদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিট জামালগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তী অনুষ্ঠান উদযাপনের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো:রেজাউল করিম শামীম উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনিস্টিউটে ঢাকায় কর্মরত ডাক্তার বাদল চন্দ্র বর্মন, জামালগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান,জামালগঞ্জ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব গোলাম সরোয়ার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা,আব্দুল লতিব নাজেল,কাজি এনাম,ছাত্রলীগের আহবায়ক মিহির সরকার, আলমগীর,মোহন,হাবিব,শাহিন,রুবেল,আনোয়ারসহ অনেকেই,বৈরী আবহাওয়ার কারণে অনেকেই উপস্থিত হতে পারেনি বলে আগামী মাসের ১৩ই জুলাই পরবর্তী মিটিয়ের তারিখ নির্ধারণ করা হয়।