বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাজামালপুরে ইজিবাইক ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত।

জামালপুরে ইজিবাইক ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত।

হাফিজুর রহমান ।। সরিষাবাড়ি(জামালপুর) শিক্ষানবিশ প্রতিনিধিঃ

জামালপুর পৌর এলাকার টিউবওয়েল পাড় তিন রাস্তার মোড়ে ট্রাকের সাথে ধাক্কায় ইজিবাইক চালকসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। শুক্রবার আনুমানিক সকাল ৬ টায় শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার কাপাশহাটিয়া গ্রামের ইজিবাইক চালক রোকন মাহমুদ (৪৫), শেখ সাদী এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুল মালেক (৫২) ও জামালপুর সদরের বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান মোতালেব (৫৫)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে জামালপুর পৌরসভার বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে জামালপুরগামী ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক চালক রোকন মারা যান। ইজিবাইকে থাকা ৪ যাত্রীর মধ্যে ৩ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে গুরুতর আহত মাওলানা মোস্তাফিজুর রহমান মোতালেবকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। এছাড়াও দুর্ঘটনায় আহত আব্দুল মালেক চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments