
মো:আব্দুল কুদ্দুস,জিয়ানগর (পিরোজপুর)শিক্ষানবিশ প্রতিনিধি।
ইন্দুরকানিতে ২নভেম্বর ২০২৪ইং তারিখ, রোজ শনিবার,সকাল ৯টায়, উপজেলা অডিটরিয়ামে “বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির” উদ্যোগে জিয়ানগর উপজেলার শাখার ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জনাব অধ্যক্ষ আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ-প্রধান উপদেষ্টা,বাংলাদেশ ইমাম সমিতি, পিরোজপুর জেলা শাখা।প্রধান বক্তা ছিলেন- জনাব, আলহাজ্ব মাসুদ সাইদী -সাবেক উপজেলা চেয়ারম্যান, জিয়ানগর উপজেলা পরিষদ।বিশেষ অতিথি ছিলেন-জনাব, হাসান বিন মোহাম্মদ আলী-উপজেলা নির্বাহী অফিসার, জিয়ানগর উপজেলা।আমন্ত্রিত মেহমান ছিলেন- জনাব, অধ্যক্ষ মো:জহিরুল হক।জনাব, মুফতি মাওলানা আব্দুল হালিম।জনাব, মাওলানা ইয়াহিয়া হাওলাদার।জনাব, আলহাজ্ব মাওলানা মো:হারুন অর রশিদ।জনাব,মো:হাবিবুর রহমান। জনাব, মো : তৌহিদুর রহমান রাতুল। জনাব,মাওলানা মো:ছারোয়ার হোসেন আরো প্রমুখ।।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন -জনাব,আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল হাওলাদার-সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, জিয়ানগর উপজেলা শাখা।