বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।জিয়ানগরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত

জিয়ানগরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত

মো:নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগরে, উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশিপ  প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 
সোমবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত ১৪ দিন ব্যাপী এ লিডারশিপ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী। 
উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ও চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তাপস রায় চৌধুরী। 
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জিয়ানগরের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বশিরুল ইসলাম ও কাউখালী উপজেলার ইন্সট্রাক্টর মাহফুজা খানম।
প্রধান অতিথি জনাব হাসান বিন মুহাম্মদ আলী তার বক্তব্যে উপস্থিত সকল প্রশিক্ষণাথী প্রধান শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান ও উপযুক্ত প্রশিক্ষণ  সফলভাবে গ্রহণ করার অনুরোধ জানান। উপস্থিত শিক্ষকরাও সকলেই প্রধান অতিথিকে অশেষ ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments