
মো:নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে, উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত ১৪ দিন ব্যাপী এ লিডারশিপ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী।
উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ও চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তাপস রায় চৌধুরী।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জিয়ানগরের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বশিরুল ইসলাম ও কাউখালী উপজেলার ইন্সট্রাক্টর মাহফুজা খানম।
প্রধান অতিথি জনাব হাসান বিন মুহাম্মদ আলী তার বক্তব্যে উপস্থিত সকল প্রশিক্ষণাথী প্রধান শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান ও উপযুক্ত প্রশিক্ষণ সফলভাবে গ্রহণ করার অনুরোধ জানান। উপস্থিত শিক্ষকরাও সকলেই প্রধান অতিথিকে অশেষ ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।