বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।জিয়ানগরে "জাতীয় যুব দিবস -২০২৪ইং" পালিত হয়েছে :

জিয়ানগরে “জাতীয় যুব দিবস -২০২৪ইং” পালিত হয়েছে :

মো: আব্দুল কুদ্দুস জিয়ানগর (পিরোজপুর)শিক্ষানবিশ প্রতিনিধি।

জিয়ানগরে ১নভেম্বর ২০২৪ ইং তারিখে “দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে যুব রেলি,আলোচনা সভা,যুব চেক ও সনদ পত্র বিতরন করা হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব হাসান বি মুহাম্মদ আলী,উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক,উপজেলা পরিষদ, জিয়ানগর পিরোজপুর।

প্রধান বক্তা ছিলেন ভূমি কমিশনার জনাব এস এম আল আমিন। আরো বিশেষ অতিথি ছিলেন জনাব তৌহিদুল ইসলাম, জনাব সফিকুল ইসলাম, জনাব আলমগীর কবির নান্নু,জনাব মো:এবাদুল সরদার রাহাত আরো প্রমুখ।উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু জাফর হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,জিয়ানগর, পিরোজপুর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments