
মো:আব্দুল কুদ্দুস,জিয়ানগর(পিরোজপুর) শিক্ষানবিশ প্রতিনিধি।
আজ সকাল ৯টায় জিয়ানগর এফ করিম মাদ্রাসায় জিয়ানগর জামায়তে ইসলামী বাংলাদেশ এর জিয়ানগর শাখার কর্তৃক আয়োজিত রোকন সম্মেলন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে এক ভাই শপত গ্রহন করেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জিয়ানগর শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আলী হোসেন।আরো উপস্থিত ছিলেন জিয়ানগর শাখার সম্মানিত সেক্রটারী জনাব প্রভাষক তৌহিদুল ইসলাম রাতুল। এ অনুষ্ঠানে উক্ত শাখার সকল নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।