বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।জিয়ানগরে পুকুরে ডুবে নারীর মৃত্যু

জিয়ানগরে পুকুরে ডুবে নারীর মৃত্যু

মো: নাজমুল হোসেন জিয়ানগর( পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ৩ নং চন্ডিপুর ওয়ার্ডে সালমা বেগম (৪০) নামে এক নারীর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। 
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) খুব সকালে চন্ডিপুর গ্রামের রুস্তম হাওলাদারের মেয়ে সালমা বেগম পুকুরে ওযু ও হাতমুখ ধোয়ার কাজ করতে গেলে পুকুরে পড়ে যায়। 
মৃতের ভাগ্নি মোছাম্মৎ আফসানা বেগম সকালে পুকুর পাড়ে গেলে তার খালা সালমাকে পুকুরে পরা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার  দিলে মা-বাবা ভাই ও ভাগ্নি তাড়াতাড়ি এসে সবাই  মিলে পুকুর থেকে উপরে উঠিয়ে উদ্ধার করে। 
পারিবারিক সূত্রে আরও জানা যায়, সালমা বেগম বাই/ খিচুড়ি রোগে আক্রান্ত ছিল। সে তালাকপ্রাপ্ত হওয়ায় তার পিতার বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। দুটি সন্তানের মধ্যে বড় মেয়ে ইন্ডিয়া থাকে ও ছোট মেয়ের বয়স ১৩ বছর। সে সপ্তম শ্রেণীতে পড়ে। 
এ ঘটনায় জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন জানান, চন্ডিপুর  ইউনিয়নের ৩ নং চন্ডিপুর ওয়ার্ডে এক নারী পুকুরে ডুবে মৃত্যু হওয়ার খবর জানতে পেরে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে  পাঠিয়েছে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments