প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৬:১৮ পি.এম
জিয়ানগরে বিএনপি ও প্রেসক্লাব সাংবাদিকদের সাথে পিরোজপুর ০২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীর মতবিনিময় সভা

মো: নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপি ও প্রেসক্লাব সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ০২ আসনের গণমানুষের নেতা, বিএনপি'র ধানের শীষ প্রতীকের কান্ডারী মোঃ মাহমুদ হোসেন।
শনিবার (১৪ডিসেম্বর) অনুষ্ঠিত সফরে প্রথমে জিয়ানগর উপজেলা বিএনপি'র কার্যালয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতাকর্মীগন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ,সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, যুগ্ম আহবায়ক মোস্তান হাফিজ,উপজেলা ছাত্রদল আহবায়ক আল আমিন হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা, জাসাসের সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা সহ আরো অনেকে।
পরবর্তীতে জিয়ানগর প্রেসক্লাবের সাংবাদিক দের সাথে আরেকটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিথি মোঃ মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতিদ্বয় এইচ এম ফারুক হোসেন ও আহসানুল হক ছগির,বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, সাংবাদিক শাহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এরপর তিনি সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম আব্দুল লতিফ হাওলাদার এর কবর জিয়ারত করেন এবং মহহুমের আত্মার শান্তির মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত