
মোঃ নাজমুল হোসেন(জিয়ানগর) পিরোজপুর নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদীর আমন্ত্রণে তুরস্কের ইজার ক্যাপাসি নামে একটি দাতা সংস্থা জিয়ানগরে এসে বিভিন্ন সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন। ৩০ নভেম্বর শনিবার সকাল থেকে মাসুদ সাঈদীকে সাথে নিয়ে তারা এ সহায়তা প্রদান করেন।
সহায়তার মধ্যে রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদলীয় আন্দোলনে নিহত শুকুর আলী ও আহত মোস্তফা মিরকে দুটি দোকান ঘর নির্মাণ, পারেরহাট ইউনিয়নের বৌডুবি মাদ্রাসার সামনে ওযুখানা নির্মাণ, অসচ্ছল পরিবারের মাঝে ০৫টি গরু ১৫ টি ছাগল বিতরণ, ২৩ টি অগভীর নলকুপ স্থাপন, ২৫ টি পরিবার ও ০১টি মাদ্রাসায় নগদ অর্থ সহায়তা প্রদান। এ সময় মাসুদ সাঈদী ছাড়াও উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, শিক্ষক বৃন্দ ও বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।
দোভাষীর বক্তব্যে মাসুদ সাঈদী জানান, সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের সামাজিক উন্নয়নে কাজ করছে। তার ডাকে সাড়া দিয়ে তারা জিয়া নগরে এসেছেন তারা অত্র উপজেলার হত দরিদ্র পরিবারের মাঝে সাহায্য সহায়তা প্রদান করেছেন। ভবিষ্যতে তাদের এ সাহায্য সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।