
মোঃ নাজমুল হোসেন ।। জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গরবো আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরের জিয়ানগরে ও ২২তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে।
সোমবার (০৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন পক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২৪ উপলক্ষে রেলি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি এস এম আল আমিন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মারুফ হোসেন। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আলী হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহিদুল ইসলাম শহীদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।