
মো:নাজমুল হোসেন (জিয়ানগর) পিরোজপুর নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুরের জিয়ানগর উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২৭ নভেম্বর বুধবার প্রেসক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়েছে। খান মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি ও ২য়বারের মতো মনিরুজ্জামান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জানা যায়, জিয়ানগর উপজেলা প্রেসক্লাব কক্ষে বুধবার সকাল ১০ টা থেকে বেলা ০১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মোট ভোটার সঙ্গে ৩১জন, উপস্থিত ভোটার সংখ্যা ২৯ জন, অনুপস্থিত ভোটার সংখ্যা ০২জন। ২৯ জন কাউন্সিলর ১৫ টি পদে ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করেছেন।সভাপতি পদে ০২জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। খান মোহাম্মদ নাসির উদ্দিন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এইচ এম ফারুক হোসেন ১২ ভোট পেয়েছেন । সাধারণ সম্পাদক পদে ০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোঃ মনিরুজ্জামান খান ১৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ ১২ ভোট, জিএম আবুল কালাম ০৪ ভোট পেয়েছেন।সিনিয়ার সহ-সভাপতি পদে আলমগীর কবির মান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মারুফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ হোসেন, কোষাধাক্ষ পদে শাহাদাত হোসেন বাবু নির্বাচিত হয়েছেন।