প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ৯:৪১ পি.এম
জিয়ানগর এলজিইডি প্রকৌশলীর সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন ,জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুরের এলজিইডির হাজার কোটি টাকার দূর্ণীতির বিষয়ে তথ্য চাওয়ায় সাংবাদিকদের ডান্ডাবারি পড়ানোর হুমকি দিলেন জিয়ানগর উপজেলা এলজিইডি প্রকৌশলী লায়লা মিথুন।
রবিবার (০২মার্চ) সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জিয়ানগর উপজেলার সাংবাদিকরা।
পিরোজপুরের এলজিইডির হাজার কোটি টাকার দূর্ণীতির তদন্তে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম জিয়ানগরে আসেন। উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন এ সময় তাদের সাথে ছিলেন।
গত বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনের কার্যালয়ে গিয়ে স্থানীয় এক সাংবাদিক দুদক টিমের তদন্তের বিষয়ে লায়লা মিঠুনের কাছে জানতে চান।
এসময় লায়লা মিথুন তথ্য না দিয়ে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ সাংবাদিকদের দেখে নেওয়া সহ ডান্ডা বেরি পড়ানোর হুমকি প্রদান করেন।
এ ঘটনার প্রতিবাদে রবিবার (০২মার্চ) দুপুরে জিয়ানগর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
এসময় বক্তারা বলেন, পিরোজপুরের এলজিইডির প্রায় ১৭শ কোটি টাকা লোপাটের প্রকল্পের অংশ জিয়ানগরে তার অধীনেও রয়েছে। ২০২০ সাল থেকে তিনি ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা প্রকৌশলীর পদে কর্মরত রয়েছেন। বিগত ০৫ বছরে ইন্দুরকানী (জিয়ানগরে) ইফতি ট্রেডার্সের লুটপাটের সহযোগী ছিলেন এই লায়লা মিথুন।
এসয়ম বক্তারা আওয়ামী সরকারের দোসর উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার পূর্বক বিভাগীয় শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইন্দুরকানী (জিয়ানগর) প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, এম.আহসানুল হক ছগির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, আল আমিন হোসেন, মোঃ নাসির উদ্দিন, রাকিবুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত