
মোঃ নাজমুল হোসেন,জিয়ানগর( পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
জিয়ানগর উপজেলার রেখা খালি গ্রামের মৃত্যুঞ্জয় মিস্ত্রি ও তার চাচাতো ভাই অসীম মিস্ত্রি পরিবারের লোকজন নিয়ে বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ হালদারের পরিবারের উপর হামলা করে ।এতে ধীরেন্দ্রনাথ হালদার ও তার ছেলে মনি লাল হালদার, মনির স্ত্রী তিথি মিস্ত্রি, মাতা কানন বালা ও চাচি লিলিমা আহত হন বলে জানা গেছে ।
গতকাল শুক্রবার সকালে রেখা খালি গ্রামের কালি মন্দিরের সামনে ও পরে তাদের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে ।পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান।বিষয়টি জিয়া নগর থানায় অবগত করে চিকিৎসাধীন রয়েছেন তারা । ঘটনা সূত্রে জানা যায় গতকাল সকালে ধীরেন্দ্রনাথ হালদার মন্দিরের অনুষ্ঠানে গেলে সেখানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অসীম মিস্ত্রি ও মৃত্যুঞ্জয় মিস্ত্রি র সাথে ধীরেন্দ্রনাথ হালদারের কথা কাটাকাটি হয় ।এক পর্যায়ে তারা ধীরেন্দ্রনাথ হালদারের উপর হামলা করে ।তিনি বাড়িতে গিয়ে হামলার ঘটনাটি পরিবারকে জানালে পরিবারের লোকজন তাদের কে জিজ্ঞেস করলে তারা পরিবারের উপর ও হামলা করে ।এতে মোট ০৫ জন আহত হয় ।
হামলা কারীর ছেলে মৃদুল মিস্ত্রি পুলিশের এসআই পদে চাকরি করায় ছেলের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উপর অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে আসছে বলে এলাকাবাসী জানান।মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ হালদার জানান তিনি একজন অসুস্থ বয়স্ক মানুষ ।তার এবং তার পরিবারের উপর অন্যায় ভাবে হামলা করা হয়েছে ।হামলা কারীদের দ্রুত গ্রেফতার এবং এর সুষ্ঠ বিচার দাবি করেন তিনি ।