
মোঃ নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি:
জিয়া নগর উপজেলা অডিটোরিয়ামে আজ শনিবার ০২ নভেম্বর সকাল সকাল ৯ টায় জাতীয় ইমাম সমিতির উদ্যোগ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নব নির্বাচিত আমীর আলহাজ তোফাজ্জল হোসাইন ফরিদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ মাসুদ সাঈদী ।অনুষ্ঠানে উপস্থাপনা করেন মাওলানা মোঃ জামাল হোসেন ।অনুষ্ঠানে ২৫০ জন ইমাম সহ কয়েক শতাধিক রাজনৈতিক ও সুধী জন নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয় ।বক্তারা বলেন ইমাম গণ ধমীয় ও সামাজিক নানা বিধ কর্ম কান্ডে সমাজের অগ্রণী ভূমিকা পালন করে থাকেন।
কিন্তু তারা সামান্য বেতনে সংসার চালাতে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন।সরকারের নিকট জোর দাবি সরকারিভাবে যেন ইমাম দের ভাতা র সুযোগ করে দেওয়ার হয় ।তাহলেই তারা আরো ব্যাপকভাবে সামাজিক কর্ম কান্ডে অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন ।