
মোঃ নাজমুল হোসেন।জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি ।
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ০৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির অফিস কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ ফরিদ আহমেদ ।
সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলমগীর কবির মান্নু।এছাড়া সভায় আরো উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তান হাফিজ,উপজেলা যুবদলের সভাপতি জনাব মোঃ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লাভলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা শাহিদুল ইসলাম শহিদ ,উপজেলা জাসাসের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম ,ছাত্রদলের সভাপতি আল আমিন,
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, কলেজ সভাপতি রাকিবুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃনদ।দিবস টি জাঁকজমক পূর্ণভাবে পালনের লক্ষ্যে সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন ।