
কে,এম আব্দুল কুদ্দুস,জিয়ানগর(পিরোজপুর) শিক্ষানবিশ প্রতিনিধি।
ফ্যাসিষ্ট আওয়ামী লীগ কর্তৃক দায়ের কৃত “২১আগস্ট গ্রেনেড হামালার “মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমান সহ অন্যান্য সকল আসামি খালাস পাওয়ায় জিয়ানগর উপজেলায় গতো-কাল ২ডিসেম্বর বিকালে জিয়ানগর বাজারে জিয়ানগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে সকল নেতাকর্মী,ছাত্র,শিক্ষক ও সাধারন জনগন আনন্দ মিছিল ও পথ সভা করে।আহ্বায়ক জনাব ফরিদ আহম্মেদ এর নেতৃত্বে বিএনপির পার্টি অফিস থেকে মিছিল শুরু করে বাজার ঘুরে থানা রোডে এসে পথসভা করেন। উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জনাব মো:ফরিদ আহম্মেদ -আহবায়ক, জিয়ানগর উপজেলা বিএনপি। আরো বক্তব্য রাখেন জনাব, মো:আলমগীর কবির মান্নু-সদস্য সচিব,জিয়ানগর উপজেলা বিএনপি। আরো বক্তব্য রাখেন জনাব, হাফিজ মাস্তান -যুগ্ন আহবায়ক,জিয়ানগর উপজেলা বিএনপি। আরো বক্তব্য রাখেন যুবদলের আইকন জনাব, মো:সহিদ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পিরোজপুর জেলা যুবদল ও সাবেক সভাপতি, জিয়ানগর উপজেলা ছাত্রদল।আরো বক্তব্য রাখেন যুবদলের আইকন জনাব মো:আতিকুর রহমান আতিক -আহ্বায়ক,জিয়ানগর উপজেলা যুবদল। আরও জনাব,মো:আল-আমিন, জনাব জুয়েল রানা,জনাব আবু মাসুদগাজী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।