
মৌলভীবাজার জেলার জুড়ীতে রাতের আঁধারে বাসার কেচি গেইট কেটে এবার মটর সাইকেল চুরি হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারের সিকন্দর মঞ্জিলের বাসার নিচতলা থেকে মটর সাইকেলটি নিয়ে যায় চোরচক্র।
গত সপ্তাহে দুই রাতে ১০ দোকানে চুরির ঘটনার পর আবার মোটর সাইকেল চুরির ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরির ঘটনাগুলো সিসিটিভির ফুটেছে ধারন হলেও এখনো চোর চক্রকে ধরতে পারেনি পুলিশ! ফলে জন মনে আতঙ্ক বিরাজ করছে।
চুরি হওয়া মটর সাইকেলের মালিক আরএফএল কোম্পানির এসআর নাঈম আহমদ বলেন, আমার (ঢাকা মেট্রো হ- ৪৮৯১০৭) মটর সাইকেল টি প্রতিদিনির মত ভাড়া বাসা সিকন্দর মঞ্জিলের নিচতলার কেচি গেইটের ভিতরে ছিল। গতরাতের কোন এক সময় চোরচক্র সেটি নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মোটর সাইকেলটি না দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এর কোন হাদিস পাইনি। পরে এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।