বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগজুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও উল্লাপাড়া'র সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে উল্লাপাড়া আর এস...

জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও উল্লাপাড়া’র সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে উল্লাপাড়া আর এস কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ পালিত

মেসবাহুল হক মাসুম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:  
সিরাজগঞ্জের উল্লাপাড়া আর এস কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য এবং শিক্ষাক্ষেত্রে বিরাজমান সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই শ্লোগান কে সামনে রেখে শনিবার বিকাল ৫ টায় উপজেলার আর. এস কলেজ মাঠে, কলেজ কর্তৃপক্ষের আয়োজনে, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফরের সভাপতিত্বে, সিনিয়র প্রভাষক আব্দুস ছালামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, এম. আকবর আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উল্লাপাড়া হবে বাংলাদেশের মধ্যে একটি আলোকিত ও আদর্শ শিক্ষা নগরী। এই নগরীতে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্হান নেই। আমি উল্লাপাড়াকে বাংলাদেশের মানচিত্রে শিক্ষা নগরী হিসেবে পরিচয় করে দিয়েছি। আবারও এমপি হলে মেয়েদের জন্য একটি নার্সিং ইনস্টিটিউট, ছেলেদের জন্য একটি আন্তর্জাতিক মানের কারিগরি কলেজ,  একটি মেডিকেল টেকনোলজি কলেজ এবং আকবর আলী কলেজ কে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হবে।  উল্লাপাড়া হবে বাংলাদেশের মধ্যে একটি আদর্শ, আলোকিত শিক্ষা নগরী ও শান্তির নগরী। ল উল্লাপাড়া শিক্ষা নগীরকে আরও একধাপ এগিয়ে নিতে উল্লাপাড়া আর এস কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন মিসেস মোমেনা আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আব্দুস ছালাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আশরাফুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আজমল হোসেন, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, এরশাদ বিন মজিদ,সাবেক পৌর ছাত্র দলের সভাপতি মোঃ খোকন, আলমগীর হোসেন, প্রদর্শক জীববিজ্ঞান, মর্জিনা আক্তার, প্রভাষক ইংরেজি, গোলাম মর্তুজা,মোঃ আবদুল মজিদ,আশিকুর রহমান, ফাহিমা আক্তার, তানভীর, জুয়েল রানা,মাহমুদা খাতুন, সাগর, প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments