বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাজুলাই- শহীদের মেয়েকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

জুলাই- শহীদের মেয়েকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

মোঃ আবু ইউসুফ, স্টাফ রিপোর্টার
জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে  পটুয়াখালী এক ব্যাক্তি গুলিতে শহীদ হন তার  মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৮ ই মার্চ মঙ্গলবার রাত ৭.৩০ মিনিট এর সময় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্থানীয় একটি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থী। এই ঘটনায় দুমকি থানায় একটি মামলা হয়েছে। এরই মধ্যে  ঘটনায় অভিযুক্ত সাকিব মুন্সি (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
পটুয়াখালী জেলার দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় জনসাধারণ ও পুলিশ সূত্রে জানা যায়, শহীদ বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ির উদ্দেশে যাওয়ার সময় ভুক্তভোগী মেয়েটি। পথে নলদোয়ানী এলাকায় পৌঁছালে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি (১৯) সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি (২০) ও মালেক মুন্সির ছেলে ইমরান মুন্সি (১৯) ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক ভাবে তুলে নিয়ে ধর্ষণ করেন ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন। এ ঘটনা কাউকে বললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় ভিতি দেখান।
পুলিশ কর্মকর্তা জাকির হোসেন বলেন এই ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রী ১৯ শে মার্চ বুধবার দুমকি থানায় মামলা ক‌রেন। 
ভুক্তভোগী কে ডাক্তারি প‌রীক্ষার করানোর জন‌্য  পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।
এরই ভিতর  সাকিব মুন্সি কে গ্রেপ্তার করা হয়েছে অনন্য  অভিযুক্তরা পলাতক। তা‌দের গ্রেপ্তারে অভিযান চলছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments