
বগুড়া সদরের তেলিহারা (হিন্দুপাড়া) জুয়া খেলাকে কেন্দ্র করে গোপাল চন্দ্র (৩৬) নামের এক ব্যক্তিকে লাথি মেরে হত্যা করা হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। নিহত গোপাল ওই এলাকার প্রবীর চন্দ্রের ছেলে।
আটকরা হলেন, ওই এলাকার বিকম চন্দ্র (৩৫), হেলাল উদ্দিন (২৭), কাজল সরকার (৩৯) ও পাপ্পু দাস (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতভর স্থানীয় একটি ঝুপড়ি ঘরে গোপাল চন্দ্রসহ তার বন্ধুরা মিলে জুয়া খেলে। রোববার ভোরে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে গোপাল চন্দ্রের সাথে বিতর্ক তৈরি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে গোপাল চন্দ্রকে তারই জুয়ার পার্টনাররা পেটে লাথি মারে। এ সময় গোপাল চন্দ্র জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় গোপাল মারা যান। স্থানীয়রা থানায় খবর দিলে পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বগুড়া সদর থানার ওসি নুরে আলম জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত দুইজন ও জিজ্ঞাসাবাদের জন্য দুইজনসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।