বাড়িবাংলাদেশেখুলনা বিভাগজেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ১০ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার...

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ১০ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার-০১

মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি :-

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)  বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে, রোজ:বুধবার ০১-মে-২০২৪ ইং,তারিখে,দুপুর: ১৩.৫০ টার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ী গ্রামস্থ জনৈক জোমাত আলী এর মুদি দোকানের সামনে, পাকা রাস্থার উপর হইতে আসামী মোঃ তুহিন হোসেন(২১) পিতা: মৃত মিন্টু সরদার, মাতা:শাহিনুর বেগম, বর্তমান ঠিকানা:- পোড়াবাড়ি, নারয়নপুর, থানা:- বেনাপোল পোর্ট, জেলা:- যশোর। তার স্থায়ী ঠিকানা:- চানপুর, থানা:- সদরপুর, জেলা:- ফরিদপুর কে ১০ টি চোরাই মোবাইল ফোন সহ (ডিবি) গ্রেফতার করেছেন। জব্দকৃত আলামতের মূল্য আনুমানিক =১,৫০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে, যশোর বেনাপোল পোর্ট  থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments