
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেঙ্গুড়া, ফতেহপুর, ডৌবাড়ী, পূর্ব আলীরগাঁও ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নিয়ে সিলেট জেলা পরিষদের ১০নং ওয়ার্ড। ১০নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সিলেটের ১০নং ওয়ার্ড থেকে সদস্য পদে লড়ছেন ৫জন হেভিওয়েট প্রার্থী। তার মধ্যে হাতি মার্কা নিয়ে লড়ছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক সুবাস দাস। তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল। বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে লড়ছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল। টিউবওয়েল প্রতীকে নির্বাচন করেছেন গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক নেতা ইনসাদ হোসেন রাজীব। এছাড়া ঘুড়ি মার্কা নিয়ে লড়ছেন বিশিষ্ট ব্যবসায়ী আলিম উদ্দিন।
আগামী সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হইবে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নির্ঘুম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলা পরিষদ নির্বাচন সদস্য পদে নিজেদের পক্ষে ভোটারদের মতামত পাবার জন্যে প্রার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবের সহযোগিতা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সরেজমিনে
১০ নং ওয়ার্ড অর্থাৎ (গোয়াইনঘাট উপজেলার) পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেঙ্গুড়া, ফতেহপুর, ডৌবাড়ী, পূর্ব আলীরগাঁও ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যবৃন্দ ও সাধারণ ওয়ার্ডের সদস্যবৃন্দের সাথে কথা বলে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ১০ নং ওয়ার্ডে মুল লড়াই হবে দ্বিমুখী।
বর্তমান জরিপ মতে এখনো অনেক এগিয়ে রয়েছেন সাংবাদিক ও ব্যবসায়ী সুবাস দাস। তবে মুল প্রতিদ্বন্ধীতা হবে বিশিষ্ট ব্যবসায়ী আলিম উদ্দিনের সাথে। অপর দিকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল সাবেক ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজীবের পক্ষে সক্রীয় ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ায় প্রতিদ্বন্ধীতায় টিউবওয়েল মার্কা একেবারে উড়িয়ে দেয়া যায়না। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়ফুল আলম আবুল পাশাপাশি অবস্থানে রয়েছেন।