
সিলেটের জৈন্তাপুরের দরবস্তের জয়নাল আবেদীন নামের শ্রমিক নেতা খুনের ঘটনায় দুই জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অভিযুক্ত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মামুন আহমদ, কবির আহমদ, তরিকুল ইসলাম, জিয়াউর রহমান, আলিম উদ্দিন, আখলাকুর রহমান, জসিম উদ্দিন, সুহেল আহমদ, ইকবাল হোসেন, রহিম উদ্দিন ৷ তারা সকলই দরবস্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্ধা ৷
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মামুন আহমদ ও কবির আহমদকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। মামলা থেকে মুহিবুলকে খালাস দেন আদালত।
রবিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত মো. ইব্রাহিম এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রনজিত সরকার।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ঢুকে জয়নাল আবেদিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় নিহত জয়নাল আবেদিনের বাবা মনফর আলী বাদী হয়ে ১২ জনকে আসামি করে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন।
সিলেট জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রনজিত সরকার বলেন, মামলায় ৩০ জন সাক্ষী ছিলো। তারমধ্যে ১৫ জন সাক্ষ্য প্রদান করেছেন। তাঁরা ঘটনার চাক্ষুস সাক্ষী ছিলেন। অভিযুক্তদের মধ্যে ৭ জন পলাতক রয়েছেন। বাকিরা আদালতে রায়ের সময় উপস্থিত ছিলেন।