সিলেটের জৈন্তাপুর উপজেলার ফাল্লী বিল হতে বিলের পাহারাদার আব্দুল করিমের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সহ বিলের মালিক আব্দুল খালিক ও পুলিশ সূত্রে জানাযায়, ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টায় প্রতিদিনের ন্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের ফাল্লীবিল পাহারার কাজে নিয়োজিত ছিলেন ছোটারী সেনগ্রামের সিকন্দর আলীর ছেলে আব্দুল করিম (৫৫)। রাতে বাড়ী হতে বিলে খাবার নিয়ে গেলে পাহারার দায়িত্বে থাকা আব্দুল করিমের সন্ধান মিলছিলনা। অনেক ডাকাডাকির পরে পাহারাদার কোন সাড়া শব্দ মিলেনি। একপর্যায় বিষয়টি বিলের মালিককে জানানো হলেও তিনিও উপস্থিত হতে খোঁজাখোঁজি ও ডাকাডাকি করলে পাহারাদারকে পাওয়া যায়নি।
সকাল হলে থাকে বিলের এক পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তার ব্যবহৃত নৌকা অনেক দূরে ভেঁসে থাকতে দেখতে পেয়ে তাৎক্ষনিক বিষয়টি ইউপি সদস্য চেয়ারম্যান সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে ফাল্লী বিলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ উদ্ধার করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে অধিকত্বর তদন্তের জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে কি কারনে মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্তর রির্পোট পাওয়ার পর মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে।