সিলেটের জৈন্তাপুরে বাড়ীর গাছের সাথে ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে বসত ঘরে ঘুমাতে যান জৈন্তাপুর উপজেলার চিকানাগুল ইউনিয়নের ঘাটের ছটিগ্রামের মৃত সোনা মিয়ার ছেলে চাঁন মিয়া (৪০)। সকলের অজান্তে রাতের কোন এক সময়ে ঘর হতে বেরিয়ে বাড়ীর সীমানা সংলগ্ন আকাশি গাছের ডালের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এদিকে বাড়ীর লোকজন ডাকতে গেলে সকালে ঘরের দরজা খেলা দেখতে পান তিনি ঘরে নেই। খোঁজাখোঁজির একপর্যায় বাড়ীর সীমানা সংলগ্ন স্থানে আকাশী গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখেতে পান। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যেমে থানা পুলিশকে জানান। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস.আই পার্থ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করেন এবং অধিক্তর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। ডাক্তারি পরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।