সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেত্রের আইল হতে মহিলার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শুক্রবার (১৪ অক্টোবর) সকাল অনুমান ৬টায় উপজেলার চিকনাগুল ইউপির পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) বাড়ীর পাশে ধান ক্ষেত্রের আইলের মধ্যে মহিলার লাশ পড়ে থাকতে দেখেতে পান। খবরটি মুহুত্বের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে লাশ দেখতে শত শত মানুষ ভিড় জমে। নিহত মহিলা পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মৃত আব্দুল রহমানের মেয়ে ও আহমদ আল শরিফের স্ত্রী মোছা. ডলি বেগম (২২)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চিকনাগুল ইউপির সদস্য অহিদুর রহমান। নিহত ডলি বেগম দীর্ঘ দিন ধরে মৃগী রোগে আক্রান্ত। ধারনা করা হচ্ছে ফজরের পর কোন এক সময়ে বড়াীর লোকজনের অগোচরে ঘর হতে বের হয়ে পড়েন এবং মৃগী আক্রান্ত হয়ে জমির আইলে মৃত্যু বরণ করে।
এদিকে পুলিশ সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌছে সুরহাল প্রস্তুত পূর্বক নিহতে লাশ উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।