
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে দেড় লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও কসমেট্রিক্স উদ্ধার ৷
শনিবার দিবাগত রাত ১০ টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেট্রিক্স ও শাড়ী আটক করে ৷
গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ আসামপাড়া গ্রামের আব্দুল হান্নান এর ছেলে আলী হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী ও কসমেট্রিক্স উদ্ধার করে ৷ আলী হোসেন সহ অজ্ঞাতনামা ৩জন কে আসামী করে এস আই সফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে ৷
পুলিশ আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামপাড়া, আসামপাড়া ছব্বিশপাড়া, গুচ্ছগ্রাম এবং কেন্দ্রী কাটালবাড়ী এলাকা ব্যবহার করে সম্প্রতি চোরাচালান চক্র নিরাপদে ব্যবসা পরিচালনার রুট তৈরী করে ৷ গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে পুলিশ নলজুরী হতে ৪নং বাংলাবাজার পর্যন্ত চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারীতে রেখেছে ৷ তারই ফলশ্রুতিতে অভিযান পরিচালনা করে ৷ ইতোমধ্যে আরও বেশ কয়েকটি স্থানে চিহ্নিত করা হয়েছে ৷ যেকোন সময় সেগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানায় ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে এলাকাটিতে নজরদারী বৃদ্ধি করা হয়েছে ৷ যার ফলশ্রুতিতে প্রথম অভিযানে পুলিশ সফল হয়েছে ৷ এই অভিযান অব্যাহত থাকবে ৷ চোরাচালান প্রতিরোধে তিনি সচেতন মহলের কাছে সটিক তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান ৷