সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের হাতে ভারতীয় ফেন্সিড্রিল বড় চালান সহ আটক ১জন।
পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘ দিন হতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে মাদক ব্যবসায়ীরা বড় বড় মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসছে। যাহা স্থানীয় জাতীয় এবং অনলাইন মিডিয়ায় বিষয়টি প্রচার করে আসছে। এদিকে মাদকের চালান ধরতে বেশ কিছু দিন হতে পুলিশ নজরদারী বৃদ্ধি সহ মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে কিছু সংখ্যক বিদেশি সহ মাদক ব্যবসায়ীদের আটক করে। তবে ১৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে সবচেয়ে বড় মাদকের চালান ১শত ৯৫ বোতল ভারতীয় ফেন্সীড্রিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী হল উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল গ্রামের আব্দুল কুদুছ এর ছেলে মকবুল (২০)। মামলার অপর আসামীরা হল জৈন্তাপুর ইউনিয়নের চাতলারপাড় গ্রামের আব্দুল জলিল ওরফে টুন্ডা জলিলের ছেলে আলমগীর হোসেন (২১), কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী (মিনাটিলা বিজিবি ক্যাম্প সংলগ্ন) মো. হাবিল মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুল মিয়া (১৮) এবং কেন্দ্রী গ্রামের রাকেশ (২০)। পুলিশ তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। আপরদিকে শুক্রবার (১৪ অক্টোবর) মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মকবুলকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন পথ ব্যবহার করে চক্রটি ভারত হতে বাংলাদেশে মাদক সামগ্রী নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ২শত বোতল ফেন্সিড্রিল সহ ১জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।