সিলেটের জৈন্তাপুর উপজেলার বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি ৷
গতকাল ১৮ মে বিকাল ৫টায় মন্ত্রী জৈন্তাপুর উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন ৷ তিনি উপজেলার দামড়ী এবং জৈন্তাপুর ইউপি পরিষদ প্রাঙ্গনে বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৷
এসময় সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷ মন্ত্রী বন্যাদূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করে গোয়াইনঘাট উপজেলার উদ্দ্যেশ্যে রওয়ানা করেন ৷