
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভারতীয় রুপি সহ স্বামী স্ত্রীকে আটক ৷
পুলিশ সূত্রে যানাযায়, ২৯ আগষ্ট সোমবার রাত সাড়ে ৮ টায় জৈন্তাপুর উপজেলা নিজপাট ইউনিয়নের কমলাকাড়ী গ্রামের কালা মিয়ার বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৷ অভিযান পরিচালনা করে ভারতীয় ৮লক্ষ ৫২ হাজার ৯০ রুপি এবং ১লক্ষ ৬১ হাজার ৭শত ৭০ টাকা এবং বিভিন্ন ব্যাংকের ৩০টি চেক বহি উদ্ধার করে ৷ আটককৃতরা হল নরসিংদী জেলার রায়পুরা থানার দক্ষিণ মির্জা নগর গ্রামের মো. শাহজাহান উরফে চান মিয়ার ছেলে আলে আহমদ (৩২) তার স্ত্রী সবিকুন নাহার (৩২) ৷ আটক আলে আহমদ জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী গ্রামে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন হতে ভারতীয় মুদ্রার ব্যবসা বানিজ্য পরিচালনা করে আসছে বলে প্রাথমিক ভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে জানান ৷ তার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না পুলিশ জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা চালাচ্ছে ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, দীর্ঘদিন হতে একটি চক্র ভারতীয় রুপির বানিজ্যে করে আসছে মর্মে জানতে পারি ৷ তাদের আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে ৷ তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিত্বে আমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় রুপি এবং বাংলাদেশী টাকা সহ তাদেরকে আটক করি ৷ তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে ৷