প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২২, ১২:১৫ পি.এম
জৈন্তাপুরে মীনা দিবস পালিত


সিলেটের জৈন্তাপুর “নিরাপদ আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” শ্লোগানে মীনা দিবস ২০২২ উদ্যাপিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস জৈন্তাপুরের আয়োজনে (২৪ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের নেতৃত্বে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম.এ, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. মিফতাউজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন, নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান, লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, আরও উপস্থিত ছিলেন আব্দুস শহিদ, ফজলুল হক, রুপক চক্রবর্তী, শিশাকর দাশ প্রমুখ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত