সিলেট-তামাবিল মহা সড়কে দূর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৬ কার যাত্রী।
১০ মে মঙ্গলবার দুপর দেড়টায় সিলেট হতে ছেড়ে আসা পর্যটকবাহী একটি প্রাইভেট কার সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দূর্ঘটনায় প্রাইভেটকারের ৬যাত্রী আহত হন। স্থানীয়রা ও থানা পুলিশের সদস্যরা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্সে প্রেরণ করে। আহতদের মধ্যে ৫জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়। একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী হোসেন আহমদ, ইউছুফ আলী সহ অনেকেই জানান বৃষ্টির জন্য রাস্তা পিচ্ছিল এবং কারগতী ছিল বেশি। যার ফলে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান কারের যাত্রীরা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌছে আহতদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।