সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে সকাল সন্ধ্যা গণঅনশন পালন করেন।
শনিবার (২২ অক্টোবর) সকাল হতে জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন পালন করে ৷
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে তাদের গণঅনশন পালন করে।হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি যাদবময় বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলাল চৌধুরীর পরিচালনায় গনঅনশনে বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সুনীল দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সহ সভাপতি ধীরু দেবনাথ, সহ সভাপতি লেবানন খাসিয়া, সহ সভাপতি নিবারণ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সেবক পাল, জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, নিজপাট ইউনিয়ন শাখার সভাপতি অমূল্য চরণ পাল, জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি ধন বিশ্বাস, দরবস্ত ইউনিয়ন শাখার সভাপতি অধির চক্রবর্তী সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।