বাড়িএক্সক্লুসিভ নিউজজৈন্তাপুরে ৭ মার্চ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী প্রদান ও র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে ৭ মার্চ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী প্রদান ও র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭মার্চ সোমবার সকাল ১০টায় উপজেলাস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুছনু, সদস্য আলা উদ্দিন, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, নিজপাট ইউপি আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ব্যবসায়ী আব্দুল মন্নান মনাই প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে জৈন্তাপুর উপজেলা প্রাঙ্গন হতে হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বাশিরুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়নে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় ভাষণ, আবৃত্তি, সংগীত, নৃত্য চিত্রাংকণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments