
মতিউর রহমান শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই (ঢাকা) :
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে , খাগড়াছড়িতে ভেঙে পড়া গাছ ও ডালপালা সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয় মো: রাসেল হোসেন (২০) নামে এক ফায়ার সার্ভিস কর্মী।
তার বাসা ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামে। তার পিতার নাম আব্দুর রাজ্জাক।কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের সে ২০২১ সালের এস,এস,সি ব্যাচের ছাত্র ছিল। তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। তার এই মৃত্যুতে স্বজন,শিক্ষক, এলাকাবাসী, বন্ধু, ধামরাই বাসী শোকাহত।