বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাঝরেপড়া শিহ্মার্থীদের নিয়ে ওব্যাট এর অসাধারণ সাফল্য।

ঝরেপড়া শিহ্মার্থীদের নিয়ে ওব্যাট এর অসাধারণ সাফল্য।

মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি।

এসএসসি পরীক্ষার ফলাফলে সৈয়দপুর উপজেলায় চমক সৃষ্টি করেছে “ওব্যাট ব্যাক টু স্কুল”

আর্থিক সমস্যার কারনে যে সকল শিহ্মার্থী মাধ্যমিক শিহ্মা থেকে বঞ্চিত ছিলো,দারিদ্রতার নিকশ অন্ধকারে যারা স্কুলে পড়ালেখা থেকে ঝরে পড়েছিলো তাদেরকে পুনরায় স্কুলে ফিরিয়ে শিহ্মার আলোয় আলোকিত করার নিমিত্তে উদ্ভব হয় “ওব্যাট ব্যাক টু স্কুলের”। ঝরে পড়া শিহ্মার্থীদের পুনরায় শিহ্মাঙ্গনে ফিরিয়ে আনার প্রয়াস তাই নামকরন করা হয় ওব্যাট ব্যাক টু স্কুল। সৈয়দপুর উপজেলায় গড়ে উঠা এই স্কুলের অর্থায়নে “ওব্যাট কানাডা” নামক বিদেশি সংস্থা এবং বাস্তবয়নে রয়েছে “প্রান্তিক উন্নয়ন সোসাইটি প্রান্তিক”।

জানা যায় এই বিদ্যালয়ে ষষ্ঠ হতে দশম শ্রেনী পর্যন্ত শিহ্মার্থীদের স্কুল ইউনিফর্ম, জুতা, ব্যাগ, শিহ্মা উপকরণসহ, বিমামূল্যে পাঠদান দেয়া হয়।

আজ রোববার (১২ মে) সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। উক্ত ফলাফলে ওব্যাট ব্যাক টু স্কুলের ২৪ জন শিহ্মার্থী অংশগ্রহণ করে এবং সকলে A গ্রেড পেয়ে শতভাগ শিহ্মার্থী পাস করে।

উল্লেখ্য, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে জাতীয় পর্যায় থেকে শুরু করে উপজেলায় একের পর এক পড়ালেখার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক সাফল্য অর্জন করে চলেছে।

ওব্যাট ব্যাক টু স্কুলের প্রধান শিহ্মিকা বলেনএটা শুধুমাত্র শিক্ষকদের কঠোর পরিশ্রম, অভিভাবকের আন্তরিকতা, সর্বোপরি বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার্থীদের প্রচেষ্টার ফল।

তিনি এ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক মন্ডলীদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments