
উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া(ঝালকাঠি)ঃ
সোমবার (২০ জানুয়ারী) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে। এরপর ১২ মার্চ থেকে উপজেলার ৬ ইউনিয়নে ভোটার নিবন্ধনের কাজ শুরু হবে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। বাদ পড়া ভোটারদের নিবন্ধন হবে আগামী ৬ ও ৭ এপ্রিল উপজেলা অডিটরিয়ামে। উপজেলা নির্বাচন অফিসার মো.আঃ ছত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদে ১২ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত, ২নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদে ১৬ থেকে ১৭ মার্চ, ৩নং আমুয়া ইউনিয়ন পরিষদে ১৮ মার্চ থেকে ২০ মার্চ, ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদে ২১ থেকে ২২ মার্চ, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে ২৩ থেকে ২৫ মার্চ এবং ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের কাজ চলবে। বাদ পড়া ভোটারদের নিবন্ধন নিবন্ধন হবে ৬ ও ৭ এপ্রিল উপজেলা অডিটরিয়ামে।