
সিরাজুল ইসলাম,কাঠালিয়া(ঝালকাঠী)শিক্ষানবিশ প্রতিনিধি।
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের ন্যায় কাঠালিয়া উপজেলায়ও নববর্ষ উদযাপন।
সকাল ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব নেছার উদ্দিন এর নেতৃত্বে বিভিন্ন পেশা ও বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সম্মিলিতভাবে সকাল আটটায় মঙ্গল শোভাযাত্রা মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন স্টলে পিঠা পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়েছে উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মূর্ছনায় বৈশাখে আমন্ত্রণ জানানো হয় নারী পুরুষ সকলে দলে দলে উপজেলা চত্বরে বৈশাখী মেলায় ছুটে আসেন মেলায় ছিল বাহারি রঙের পিঠা ইলিশের ব্যবস্থা বিভিন্ন খেলনা সামগ্রী খাদ্যদ্রব্য এবং অনেক কিছু বেশ কিছু বছর আগে কাঁঠালিয়ায় বৈশাখে এভাবে বরণ করা হয় দীর্ঘ ১৫ বছর পর আবার কাঠালিয়ার মানুষ দেখতে পেল পহেলা বৈশাখ বরণ তথা বর্ষবরণ।