
মোঃ মারুফ হোসেন ,ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্টিফেন মারাককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর বারোয়ামারি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্টিফেন মারাক একই এলাকার উপেন্দ্র চিরানের ছেলে।
পুলিশ জানায়, স্টিফেন মারাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পাঁচ বছর আগে আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। মাঝে মাঝে গোপনে নিজ বাড়িতে আসা-যাওয়া করলেও ধরা পড়েননি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ওসি মো. আল আমিন বলেন, “স্টিফেন মারাক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি। পরে বুধবার বিকেলেই আদালতে সোপর্দ করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে তারা আশা করছেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।