বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগঝিনাইগাতীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মারুফ হোসেন,ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইগাতী বাজারের ধানহাটিতে এই সভা অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মো. আমিনুল ইসলাম বলেন, “বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। তাই বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদাই প্রস্তুত রয়েছে। মাদক ও জুয়ার বিষয়ে কোন আপস নেই। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।’
সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শাহ্ শিবলী সাদিক। সভায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং সহ নানা অপরাধ বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments