বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগঝিনাইগাতীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ মারুফ হোসেন,  ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব মানবতার শত্রু ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত সন্ত্রাসী হামলা এবং ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলাম ঝিনাইগাতী উপজেলা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় ঝিনাইগাতী বাজারের ধানহাটি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি খালিছুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মুফতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা ছফির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, সদর ইউনিয়ন শাখা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবু রায়হান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আমির হোসাইন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, ধানশাইল ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফি, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আশরাফুল ইসলাম, নাগরিক কমিটির প্রতিনিধি মো. মানোয়ার হোসেন এবং ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. লুৎফর রহমান লাজু প্রমুখ।
সমাবেশে বক্তারা ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি কোকা-কোলাসহ ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেন।
প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, যেখানে হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ বিভিন্ন ইসলামি সংগঠনের সদস্য ও সাধারণ তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments