
ঘাটাইল(টাঙ্গাইল)শিক্ষানবিশ প্রতিনিধি
রিমল তালুকদার ঘাটাইল (টাংগাইল) শিক্ষানবিস প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাধীন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে উপজেলার প্রান্তিক কৃষক দের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ শারমিন ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বাহাউদ্দিন সারোয়ার রিজভী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রিসালাত আহমেদ।
পর্যায়ক্রমে উপজেলার ১ পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে ৫৬০০ জন কৃষককে সরিষার বীজ ৩০০ জনকে গম ১০০ জনকে ভুট্টা ১০০ জনকে মসুর ও খেসারি ৫০ জনকে সূর্যমুখী এবং ২০ জনকে পেঁয়াজ বীজ ও স্যার বিতরণ করা হবে।