বাড়িঢাকা বিভাগটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

টাঙ্গাইলে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি

পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৪ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্যে র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে  টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জমির উদ্দিন এর সভাপতিত্ত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ শিহাব রায়হান, ওসি (ট্রাফিক), মোঃ দেলোয়ার হোসেন,  বাংলাদেশ আওয়ামীলীগ টাঙ্গাইল এর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি,  টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। উক্ত অনুষ্ঠানে সিভিল  সার্জন  সুন্দরভাবে শব্দ দূষণ বিষয়ে তাঁর উপস্থাপনা তুলে ধরেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা  টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক ও সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহিদ মাহমুদসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ, কারখানা শ্রমিক, ড্রাইভার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ওয়েল্ডিং কারখানার মালিক ও শ্রমিক, টাঙ্গাইলের অতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক, বিভিন্ন ধর্মের প্রতিনিধিবৃন্দ, এনজিও,  সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments