মোঃ রুবেল মিয়া,উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ ২০২৪ইংএর চতুর্থ ধাপের নির্বাচনের প্রচার প্রচারণা জমে গেছে।মিছিল,মাইকিং ও গণসংযোগ এর মাধ্যমে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ২০ মে সোমবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী টাঙ্গাইল জেলা প্রশাসকের মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
মির্জাপুরের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৯ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন,বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ কারী নেতা টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য,বাংলাদেশ ইট ভাটা মালিক সমিতি সভাপতি শিল্পপতি ফিরোজ হায়দার খান মোটরসাইকেল প্রতিক। মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মনির কাপ পিরিচ প্রতিক ও মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক, মির্জাপুরের সাবেক এমপি প্রয়াত একাব্বর হোসেনের ছেলে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রতীক-আনারস প্রতীক নিয়ে মির্জাপুর উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। মির্জাপুরের প্রয়াত আওয়ামী লীগ নেতা শিল্পপতি নুরুল ইসলাম নুরুর ছোট ভাই রেজাউল করিম বাবুল ঋণ খেলাপির দায়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় প্রতীক বরাদ্দ পাননি।এদিকে নির্বাচনে মাঠে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও পিছিয়ে নেই। তারাও গণ সংযোগ ও মিছিল মিটিং উঠান বৈঠক এ ব্যস্ত সময় পার করছে।
ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন, মির্জাপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান,মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আহাহারুল ইসলাম প্রতীক-তালা ও আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী মোঃ শওকত মিয়া টিউবওয়েল প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ফুটবল প্রতীক নিয়ে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য এবং অভিনেতা ডি এ তায়েবের সহধর্মিনী মাহবুবা শাহরীন কলস প্রতিক ও অপরজন হলেন, টাঙ্গাইল মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা প্রতীক-হাঁস। ইতিমধ্যে আরেক প্রার্থী জি এস সেলিম এর সহধর্মিনী রুবি আক্তার কনা ১৯ তারিখে মাহবুবা শাহরীনকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ৫ জুন বুধবার প্রার্থীরা ভোট যুদ্ধে শরিক হবেন।মির্জাপুর উপজেলা ১৪ ইউনিয়ন টি ১টি পৌরসভা নিয়ে গঠিত।
৫ই জুন ভোট গ্রহন। মির্জাপুর উপজেলার মোট ভোটার ৩৫৮৪৫২জন,মহিলা ভোটার ১৭৮২৪২ জন,পুরুষ ১৮০২১০ জন ভোটার। প্রার্থীরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।