
এস এম নাসির মাহমুদ,আমতলী বরগুনা প্রতিনিধি:
আমতলী পৌরসভায় টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন ফরহাদ। শনিবার (০৯ মার্চ) এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন ফরহাদ ৫’শ ৮১ ভোট পেয়ে টানা তৃতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম হাসান ৩’শ ৬৫ ভোট, নাসির উদ্দিন ৩৪৬ ভোট, শহিদুল ইসলাম ১’শ ৫৩ ভোট, আঃ রহিম গাজী ৮০ ভোট ও কামাল হোসেন পেয়েছেন ৩০ ভোট।
মোয়াজ্জেম হোসেন ফরহাদ বলেন, টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়া এটা এলাকাবাসীর ভালবাসার প্রতিফলন। মানুষের ভালবাসা নিয়ে বাকী জীবন চলতে চাই।