বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাটুংগীপাড়া থানা পুলিশের অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্ৰেফতার

টুংগীপাড়া থানা পুলিশের অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্ৰেফতার

মোঃ শান্ত শেখ।। টুংগীপাড়া(গোপালগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন মাসের সাজা প্রাপ্ত আসামি লায়েক আলী মোল্লা{৪০ } কে গ্রেফতার করেছে টুংগীপাড়া থানা পুলিশ।

টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলমের নেতৃত্বে থানার অভিযান টিম এস আই সাজেদুল ইসলাম সোহাগ এ এস আই ইব্রাহিম এএসআই মনিমুল মিনা ও এএসআই শরিফুল ইসলাম সহ সঙ্গীও ফোর্সের বিশেষ অভিযানে রবিবার রাত ১০ঘটিকার সময় পাটগাতি পৌর মার্কেটের সামনে থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি পাটগাতী সরদার পাড়া গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে লায়েক আলী মোল্লা কে টুঙ্গী -সি আর -১০৮/২৩ মামলায় এস সি-৪৩৯/২০২৩ সাজাপ্রাপ্ত আসামি যার সাজার পরিমাণ{০৩} তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা-৪৮০০০০{ চার লক্ষ আশি হাজার টাকা} এ তথ্য নিশ্চিত করেছেন টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম l আসামিকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments