বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাটুঙ্গিপাড়ায় অবৈধ বাঁধ অপসারণ করে দেড় কিলোমিটার খাল দখলমুক্ত করলো প্রশাসন।

টুঙ্গিপাড়ায় অবৈধ বাঁধ অপসারণ করে দেড় কিলোমিটার খাল দখলমুক্ত করলো প্রশাসন।

মোঃ শান্ত শেখ ।। টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) নিজস্ব প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়াবাড়ি বিলের দেড় কিলোমিটার দীর্ঘ ভুটির খাল ২ বছর আগে দখলে নেন প্রভাবশালী এক মৎস্য ব্যবসায়ী। তিনি ওই খালের তারাইল ও বাঘিয়ারকুল গ্রামের মাখায় অবৈধভাবে বাঁধ দেন। তারপর সেখানে মাছ চাষ শুরু করেন। এতে সড়াবাড়ি বিল ও ভুটির খালের মুক্ত জলাশয়ে শতাধিক মৎস্যজীবীর মাছ ধরা বন্ধ হয়ে যায়।

জীবিকা হারায় শতাধিক পরিবার। এছাড়া উৎপাদিত কৃষি পণ্য, বিলের ঘাস এবং শাপলা নৌকায় করে খাল দিয়ে পরিবহন করতে পারত না বিলবাসী।  
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিলবাসী ৭ দিন আগে মৌখিক অভিযোগ করেন।  
অবশেষে আজ সোমবার সকালে খালের ২ মাথার অবৈধ বাঁধ অপসারণ করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
সেই সাথে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার অপরাধে অভিযুক্ত ওই মৎস্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন ওই বিল থেকে জীবিকা নির্বাহ করা শতাধিক মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকালে পাটগাতী ইউনিয়নের সড়াবাড়ি বিলের ভুটির খালের দেড় কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়েছে। এছাড়া সরকারি খালে বাঁধ দেওয়ার অপরাধে মৎস্য ব্যবসায়ী আহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এমন কাজ অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। এদিকে এসব বিষয়ে জানতে অভিযুক্ত আহাদ আলীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments