মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারি চালিত অটো ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে হেনা আক্তার (৪৫)নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার( ২২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ টুঙ্গীপাড়া সড়কে মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারী টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাঁচহানিয়া এলাকার চুন্নু শেখার এর স্ত্রী ।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে , টুঙ্গিপাড়া পাঁচকানিয়া গ্রামের বাড়ি থেকে হেনা আক্তার অটভ্যান যোগে একই উপজেলার খালেক বাজার এলাকায় মেয়ের জামাই বাড়ি যাচ্ছিলেন।পথে ভ্যানটি মালেক বাজার এলাকায় বটতলা এলে অটো ভ্যানের চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়।এ সময় তিনি ভ্যান থেকে রাস্তার ওপার ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনজুরুল কবির মৃত ঘোষণা করে।ওই চিকিৎসক সাংবাদিকদের বলে, গলায় ওড়না পেঁচিয়ে আহত নারীকে হাসপাতালে আনা লাগে পথেই তার মৃত্যু হয়েছে।